সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘হয়রানি করতেই খালেদা জিয়ার মামলা বকশীবাজারে’

‘হয়রানি করতেই খালেদা জিয়ার মামলা বকশীবাজারে’

‘হয়রানি করতেই খালেদা জিয়ার মামলা বকশীবাজারে’

ঢাকা, ১১ জানুয়ারি, এবিনিউজ : হয়রানি করতেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ১৪টি মামলা রাজধানীর বকশীবাজারের বিশেষ আদালতে স্থানান্তর করা হয়েছে বলে তাঁর দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার দুপু‌রে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএন‌পির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হয়রানিমূলক মিথ্যা মামলায় এমনিতে সপ্তাহে কয়েক দিন আদালতে হাজিরা দিতে হয়। নতুন মামলাগুলো বকশীবাজারে স্থানান্তরের উদ্দেশ্য হলো খালেদা জিয়াকে প্রতিনিয়ত হয়রানির মধ্যে রাখা এবং অবিরামভাবে হেনস্তা করা। আগামী জাতীয় সংসদ নির্বাচন আবারও একতরফা করতে যে যড়যন্ত্র ও অপচেষ্টা চলছে, এটিও তার অংশ।’

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত