![উখিয়া কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/ukhia-college_119893.jpg)
কক্সবাজার, ১১ জানুয়ারি, এবিনিউজ : দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। ১০ জানুয়ারী (বুধবার) বেলা ১১টার দিকে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সদস্য আদিল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পিত উখিয়া চাই এর আহবায়ক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার।
অভিভাবক সমাবেশে ২০১৮ সালের অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি শিক্ষার্থী কিভাবে ভালো ফলাফল করতে পারে সে বিষয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করেন কলেজ কর্তৃপক্ষ। এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতায় একমাত্র ভালো ফলাফল সম্ভব। শিক্ষকরা সব সময় শিক্ষার্থীদের মাঝে সূর্যের ন্যায় সমান ভাবে আলো বিতরণ করে যাচ্ছে। প্রতিটি শিক্ষার্থীর প্রতি কলেজের কর্মকর্তা-কর্মচারীদেরও আন্তরিকতার ঘাটতি নেই। সন্তানদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে প্রত্যেক অভিভাবকদের ভুমিকায় অগ্রগণ্য।
প্রধান অতিথির বক্তব্যে আদিল উদ্দিন চৌধুরী বলেন, মানুষ নীতি ভ্রষ্ট হয়ে গেছে। মানুষের মূল্যবোধ কমে গেছে। যার ফলে পরষ্পর পরষ্পরের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলছে। তাই অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের সাথে বন্ধু সূলভ আচরণের মাধ্যমে লেখাপড়ায় মনোযোগী করে তুলতে হবে। সেই সাথে নিয়মিত খোঁজখবর রাখার জন্যেও সকল অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।
বক্তব্য রাখেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সবুজ শাহরিয়ার, ইংরেজী বিষয়ের সহকারী অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, সমাজ বিজ্ঞানের বিভাগীয় প্রধান আলমগীর মাহমুদ, ইতিহাস বিষয়ে অধ্যাপক তহিদুল আলম। সঞ্চালনা করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী।
এবিএন/জসিম/নির্ঝর