বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সাভা‌রে স্ত্রীকে পেটানোর অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

সাভা‌রে স্ত্রীকে পেটানোর অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

সাভা‌রে স্ত্রীকে পেটানোর অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

‌সাভার, ১১ জানুয়ারি, এবিনিউজ : বাসার ভিতরে বখাটেদের নিয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় ঢাকার সাভারে এক এসআইয়ের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

মার‌ধোরের শিকার এসঅাই‌য়ের স্ত্রী রাজিয়া সুলতানা নিলাকে গুরুতর আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার বুধবার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) বদরুদ্দোজা মাহমুদ পলাতক রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া সুলতানা নিলা অভিযোগ করে বলেন, প্রায় ৯ মাস আগে তার স্বামী ঢাকা জেলা (উত্তর) ডিবিতে বদলি হয়ে আসার পর থেকে ৫ বার তার ওপর অমানুষিক নির্যাতন করেছে। বুধবার ও বাসার ভিতরে বখাটেদের নিয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় সে নিলা‌কে মার‌ধোর ক‌রে‌ছে। প্রতিবারই মাদক সেবনে বাধা দেয়ার কারণেই মারধর করা হয়। এ ছাড়াও সে মাদক ব্যবসার সাথেও যুক্ত বলে জানান তিনি।

রাজিয়া সুলতানা নিলা আরও জানায়, ৪ বছর যাবৎ তাদের বিয়ে হয়েছে। কিন্তু তাদের সংসারে কোনো সন্তান নেই। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় ৫ মাস আগে তিনি ঢাকা জেলা পুলিশ সুপারের নিকট স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেন। তখন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এবং তার বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিলে সংসারের কথা চিন্তা করে মামলা করে নি। তিন মাস বরখাস্ত থাকার পর তাকে ডিবি থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। কিন্তু এখনও তিনি সেখানে যোগদান করেনি। সে জানায়, তার বাবা নেই। মামাকে খবর দেয়া হয়েছে। তিনি আসলে থানায় অভিযোগ দেব।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানায়, নোয়াখালীর বাসিন্দা বদরুদ্দোজা আমাদের অধীনে ডিবির এসআই ছিলো। সম্প্রতি ডিবি থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। বদরুদ্দোজা খুব খারাপ লোক ছিল। স্ত্রীকে প্রায়ই মারধর করতো। এ কারণে আমি রিপোর্ট দিয়ে তাকে বদলি করিয়েছি। তবে এখন কোথায় আছে জানি না। তার স্ত্রী‌কে মার‌ধো‌রের ঘটনাটি সাভার থানায় জানিয়েছি এবং তার বিরুদ্ধে মামলা নেওয়ার কথাও বলেছি। তবে এসআই বদরুদ্দোজা মাহমুদের মুঠফোনে এ বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।

সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফরহাদুজ্জামান ভূঁইয়া জানায়, হাসপাতালে আহতের সাথে কথা হয়েছে। একটু সুস্থ্য হলেই তিনি অভিযোগ দিবেন। অার বদরুদ্দোজার বিষয়ে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে।

এবিএন/মো:সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত