![পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১, আহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/accident_abnews_119921.jpg)
জয়পুরহাট, ১১ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া এলাকায় বালু ভর্তি মেসি ট্রাক্টরের ধাক্কায় ইদ্রিস আলী (৫৫) নামে একজন নিহত হয়েছে।
নিহত ইদ্রিস আলী একই উপজেলার বড়মানিক গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। এ ঘটনায় একই গ্রামের আবুল হোসেনের ছেলে সামিরুল ইসলাম ও সানোয়ার হোসেন এবং একই উপজেলার পার্বতীপুর গ্রামের আমিরুল ইসলাম নামে ৩ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একটি বালু ভর্তি একটি মেসি ট্রাক্টর রাস্তায় মোড়ে ঘোড়ানোর সময় একটি ভ্যানগাড়ীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/এমসি