![মাদারীপুরে দৈনিক কালেরকন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/kaler_abnews_119922.jpg)
মাদারীপুর, ১১ জানুয়ারি, এবিনিউজ : আংশিক নয় পুরো সত্য এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার সকালে মাদারীপুর জেলা প্রসক্লাবের মিলনায়তনে দৈনিক কালেরকন্ঠ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে এবং র্যালীর মধ্যেদিয়ে পালিত হয়েছে।
মাদারীপুরের দৈনিক কালেরকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আয়সা সিদ্দিকা আকাশী এর সভাপতিত্বে প্রধান অথিতি উপস্থিত ছিলেন- মাদারীপুর যুবউন্নায়ন অধিদপ্তরের উপ পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিেেসবে উপস্থিত ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মাদারীপুর প্রেসক্লাবের আহব্বায়ক মোঃ শাজাহান খান।
সাগর তামিম (চ্যানেল২৪) এর উপস্থানায় এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন্দ, প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর কবির, প্রবীন সাংবাদিক ফারুক খান চুন্নু, আরটিভির প্রতিনিধি সেলিম ফরাজি নিউজ পেপার এজেন্সির মালিক ওমর আলী সিকদার।
আরও বক্তব্য রাখেন- সনাক মাদারীপুর জেলার সাধারন সম্পাদক রাজন মাহমুদ ও দৈনিক আমার সংবাদের মাদারীপুর প্রতিনিধি সাব্বির হোসাইন আজিজসহ মাদারীপুর জেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। শেষে একটি র্যালি বের করা হয়।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি