শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরে ট্রাক চাপায় তরুণের মৃত্যু

গাজীপুরে ট্রাক চাপায় তরুণের মৃত্যু

গাজীপুর, ১১ জানুয়ারি, এবিনিউজ : গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক চাপায় বিপ্লব (২২) নামে এক তারুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব বগুড়া জেলার নড়িয়াকান্দি উপজেলা কালামপুর গ্রামের মৃত শহিদুল মন্ডলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর ফায়ার স্টেশনে কর্মরত অফিসার মহিউদ্দিন জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অস্থায়ী একটি দোকানে ডিজেল বিক্রি করতো বিপ্লব মিয়া। গতকাল বুধবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় ঢাকা গামী একটি ট্রাক তার দোকানের উপর উঠে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত