বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

কাউখালীতে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

কাউখালী, ১১ জানুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।

উপজেলা চত্বর মেলা প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়াম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইসমিন পপি, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান শেখ সামছুদ্দোহা চাঁন, ওসি তদন্ত মো. মহিবুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মৃদুল আহম্মেদ সুমন সহ আরও অনেকে।

এছাড়াও উপজেলা প্রশাসনের সকল সেক্টরের কর্তকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেলায় ৪০টি স্টল স্থাপন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ায়ী সমাপনি অনুষ্ঠিত হবে বলে প্রশাসন সুত্রে জানা গেছে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত