শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠি চেম্বার’র নির্বাচনে দু’প্যানেলে তীব্র লড়াইয়ের আভাস

ঝালকাঠি চেম্বার’র নির্বাচনে দু’প্যানেলে তীব্র লড়াইয়ের আভাস

ঝালকাঠি চেম্বার’র নির্বাচনে দু’প্যানেলে তীব্র লড়াইয়ের আভাস

ঝালকাঠি, ১১ জানুয়ারি, এবিনিউজ : দি ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে শেষ দিনে দুটি প্যানেল ও অর্ডিনারী গ্রুপে একাধিক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে বলে তথ্য পাওয়া গেছে। শনিবার (৬ জানুয়ারী) সকালেই চেম্বার ভবনে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো. গোলাম রব্বানীর নিকট আলাদাভাবে দু’প্যানেলসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছে। অন্যদিকে দক্ষিনাঞ্চলের গুরুত্বপূর্ন বানিজ্যিক বন্দর ঐতিহ্যবাহী ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র এবারের নিবার্চন নিয়ে দু’প্যানেলের প্রার্থীদের মধ্যে তীব্র লড়ায়ের আভাস মিলছে। বিশেষ করে বর্তমান ক্ষমতাশীন আ’লীগের প্রভাবশালী দুই নেতার সমর্থিত দুটি প্যানেলে দলীয় শক্তিশালী দুই নেতা নের্তৃত্ব দেয়ায় এবারের চেম্বার অব কমার্সের নির্বাচন ঝালকাঠিবাসীর কাছে আলাদা ভাবে গুরুত্বপূর্ন হয়ে উঠেছে।

এদিকে প্রভাবশালী নেতাদের অংশ গ্রহনে ঘোষিত দুটি প্যানেলের মধ্য থেকে কে জয়লাভ করবে বা করবেনা তাই নিয়ে চলছে নানা সমিকর ও হিসাব নিকেশ। এছাড়াও অর্ডিনারী গ্রুপের স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিলকারী সাবিহা ক্যেমিক্যালস ওয়ার্কস কোং এর ম্যানেজিং পাটনার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সামসুল হক মনু ও সাবেক কীর্তিপাশা ইউপি চেয়ারম্যান ব্যবসায়ী ইঞ্জি: আব্দুর রহিমকে চুরন্ত প্রার্থী তালিকা প্রকাশের পূর্বমূহূর্তে মাহাবুব হোসেনের নেতৃত্বাধীন প্যানেলের অন্তর্ভূক্ত করা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পরেছে।

তবে সাধারন ব্যবসায়ীসহ দায়িত্বশীল মহল জানায়, ঝালকাঠির ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী এ সংগঠনে দ্বি-বার্ষিক নির্বাচনটি বিগত যে কোন স্থানীয় সরকার পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনকেও ছাপিয়ে গেছে। এ অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরাও দুটি প্যানেলের মধ্য থেকে তাদের পছন্দের প্যানেলের ব্যবসায়ী নেতাদের সমর্থন ও জয়লাভ করাতে আদাজল খেয়ে মাঠে নেমেছে। তাই নির্বাচনে লড়াইয়ে অংশ নেয়া দুটি প্যানেলের প্রার্থীদের রাজনৈতিক অবস্থান, বিগত দিনে ব্যবসায়ীদের কল্যানে ভূমিকা পালন ও চেম্বার অব কমার্সকে ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা লাভের বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে সাধারন ব্যবসায়ী ভোটারদের কাছে। যে কারনে বিগত বছরগুলোর চেয়ে এবারের চেম্বার অব কমার্সের নির্বাচন নিয়ে প্রবীন ও নবীন নির্বিশেষে সকল সদস্যদের মধ্যেই নানা হিসেব-নিকেশ চলছে। সেই সাথে নির্বাচনী মাঠে ছোটাছুটিরত সকল প্রার্থীর তৎপরতায় ঝালকাঠি শহর এখোন সরগরম হয়ে উঠেছে।

এবারের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা দুটি প্যানেলের মধ্যে আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহআলম সমর্থিত প্যানেলের প্রধান হিসাবে নেতৃত্ব দিচ্ছে চেম্বারের বর্তমান সভাপতি, ঝালকাঠি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহাবুব হোসেন। অপর দিকে ঝালকাঠি পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার সমর্থিত প্যানেলের নেতৃত্ব দিচ্ছে চেম্বারের সাবেক সভাপতি, জেলা পরিষদের সদস্য ও জেলা আ’লীগের সহসভাপতি আলহাজ্ব সালাহ্ উদ্দিন আহম্মেদ সালেক।

এদিকে মনোনয়নপত্র দাখিলের চার দিনের মাথায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিলকরা সাবিহা ক্যামিকেল ওয়ার্কস কোং এর ম্যানেজিং পাটনার আলহাজ্ব সামসুল হক মনু ও সাবেক কীর্তিপাশা ইউপি চেয়ারম্যান ইঞ্জি: আব্দুর রহিমকে ব্যবসায়ী নেতা মাহাবুব হোসেন তার প্যানেলভূক্ত করেছে বলে খবর ছড়িয়ে পড়েছে। তাছাড়া যুব মহিলা লীগ জেলা সভাপতি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী লুৎফুর নাহার লুনা ও মঞ্জুর মোর্সেদ লিটু নামের দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের মাঠে অবস্থান করায় তাদের ‘নির্বাচনী মাঠে থাকা-নাথাকা’ নিয়ে যুক্তিতর্ক চলছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।

আগামী ১০ ফেব্রুয়ারী ঝালকাঠি চেম্বার অব কমার্সের নির্ধারিত নির্বাচনে অর্ডিনারী গ্রুপের ১২জন ও এসোসিয়েটস গ্রুপে ৫ জন নির্বাচিত হওয়ার পর তাদের ১৭ জনের মধ্য থেকে কার্যকরী পরিচালনা পর্ষদ নির্বাচিত করা হবে। নির্বাচনে অর্ডিনারী গ্রুপে স্বতন্ত্র সহ দুটি প্যানেলে ২৮জন প্রার্থী রয়েছে। এ গ্রুপের মোট ৪০৯ জন ভোটার গোপন ভোটের মাধ্যমে এদের মধ্য থেকে অর্ডিনারী গ্রুপের ১২ জনকে নির্বাচিত করবে। অন্যদিকে এসোসিয়েটস গ্রুপের ৫টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ১০ জন প্রার্থী রয়েছে। এ গ্রুপে মোট ৪৯ জন ভোটার গোপন ভোটের মাধ্যমে এসোসিয়েটস গ্রুপের ৫ জনকে নির্বাচিত করবে। আগামী ১০ ফেব্রুয়ারী তারিখ ২০১৮-২০১৯ দুই বছরের জন্য গোপন ভোটের মাধ্যমে ঝালকাঠি চেম্বার অব কমার্সের ‘দ্বি-বার্ষিক কার্যকরী পরিচালনা পর্ষদ’ নির্বাচিত হবেন।

উল্লেখ্য, আগামী ১০ ফেব্রুয়ারী ২০১৮ইং তারিখ নির্ধারিত ঝালকাঠি চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটার তালিকা অনুযায়ী অর্ডিনারী গ্রুপের মোট ৪০৯ জন ও এসোসিয়েটস গ্রুপে মোট ৪৯ জন ভোটার রয়েছে।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত