![বড়াইগ্রামে উন্নয়ন মেলা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/rally_abnews_119949.jpg)
বড়াইগ্রাম (নাটোর), ১১ জানুয়ারি, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রামে আজ বৃহস্পতিবার আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে তিনদিনের উন্নয়ন মেলা শুরু হয়েছে। সকাল ৯টায় তীব্রশীত উপেক্ষা করে বনপাড়া বাইপাস মোড়ে বঙ্গবন্ধু ম্যূরাল থেকে কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্র উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয়।
এ সময় ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়াম্যান ডা. সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ বসাক, উপজেলা প্রকৌশলী আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন, পিআইও গোলাম রব্বাণী প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। এ সময় পল্লী বিদ্যুৎ, উপজেলা কৃষি সম্প্রসারণ, প্রাণি সম্পদ অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রকৌশলী, মুক্তিযোদ্ধাদের ষ্টল পরিদর্শণ করে অতিথিরা ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া মেলায় অংশগ্রহণকারী অন্যান্য ষ্টল পরিদর্শন শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এবিএন/আশরাফ/জসিম/এমসি