![মাদারীপুরে উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/mela_abnews_119955.jpg)
মাদারীপুর, ১১ জানুয়ারি, এবিনিউজ : ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম ও সাফল্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করন লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে জেলা ও উপজেলায় একযোগে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন মেলা ২০১৮ শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এদিকে জেলা পর্যায়ের সকল সরকারী ও বেসরকারি দপ্তর, উন্নয়ন সংস্থাসমুহের অংশগ্রহণে সরকারী নাজিমউদ্দিন কলেজ মাঠ প্রাঙ্গনে তিন দিন ব্যাপি এক বর্ণাঢ্য ’উন্নয়ন মেলার’ আয়োজন করে মাদারীপুর জেলা প্রশাসন।
মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান।
আরও উস্থিত ছিলেন- মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুলা আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন দেব, উপজেলা নির্বাহী অফিসার শফিউর রহমান প্রমুখ।
মেলা মাঠ প্রাঙ্গণে বিকেল ৪টায় বঙ্গবন্ধুর উন্নয়ন ও দর্শন ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এবিএন/সাব্বির/জসিম/এমসি