![আড়াইহাজারে আগুনে ১২ দোকান ভস্মীভূত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/fire-@abnews_119960.jpg)
আড়াইহাজার, ১১ জানুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারের সুলতানসাদী বাজারে বুধবার রাতে ১২ দোকানঘর আগুনে ভস্বীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড়ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে ৮টি দোকান ঘরে আগুনে ক্ষতির পরিমাণ ৭ লাখ টাকা। তবে দোকানমালিক ও ব্যবসায়ীদের দাবী ক্ষতির পরিমাণ প্রায় ৭৭ লাখ টাকা। বৈদ্যুতিকশর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, বুধবার রাত পৌনে ১১টার দিকে বৈদ্যতিক শর্ট সার্কিট হয়ে প্রথমে সিরাজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান হলো কবির স্টোর ২০ লাখ, ইউছুফ ১০, সিরাজ ৫০ হাজার, রাসেল ৫ , অরনশীল ১, নন্দ লাল ১, মাহবুব ৭০ হাজার, রাসেল ৩, শাহজালাল ৫০, জামান ও আনোয়ার স্টোরে ২ লাখ টাকার মতো। এছাড়াও বিভিন্ন দোকানে প্রায় দুই লাখ, পঁিচশ হাজার টাকা নগদ পুড়ে গেছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত রং ও সুতা ব্যবসায়ী কবির ব্রাদার্সের মালিক কবির মোল্লা জামান, হঠ্যাৎ করেই রাত পৌনে ১১টার দিকে পুরো মার্কেটেই আগুন লেগে যায়। রাত গভীর হওয়ায় অনেকেই ওই সময় দোকানে ছিল না। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশী হয়েছে। তার প্রায় ২০ লাখ টাকার মালের ক্ষতি হয়েছে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
এদিকে মার্কেট মালিক রিপন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে সব মিলে ক্ষতির পরিমাণ প্রায় ৭৭ লাখ টাকার মতো হতে পারে। তবে ক্ষতির পরিমাণ আরো বেশী হবে।
তবে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (এসও) নাজির আহাম্মেদ জানান, ৮টি দোকান আগুনে ক্ষতি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে ক্ষতির পরিমাণ ৭ লাখ টাকার মতো হতে পারে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুনের ধরন দেখে মনে হয়েছে, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এমএ হক বলেন, আগুনের ঘটনায় ১০ থেকে ১২টি দোকান ঘরের ক্ষতি হয়েছে। কেউ নাশকতা করেছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/নির্ঝর