শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাউফলে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

বাউফলে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

বাউফল (পটুয়াখালী), ১১ জানুয়ারি, এবিনিউজ : “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর বাউফলে সারাদেশের ন্যায় উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গণভবন থেকে এক যোগে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

পরে পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান,প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। এরপর পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চে ইউএনও মোঃ জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, চীপ হুইপের একান্ত সহকারী আনিচুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামশুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মোতালেব হাওলাদার, সমবায় অফিসার কামরুর হাসান, সমাজসেবা অফিসার মনিরুজ্জামনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।

মেলায় বিভিন্ন দপ্তরের ৩৬টি স্টল প্রধর্শনের মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধারা হয়েছে।

এবিএন/দেলোয়ার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত