শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হোসেনপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

হোসেনপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

হোসেনপুর (কিশোরগঞ্জ), ১১ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে হোসেনপুর উপজেলা প্রশাসন সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, ভারপ্রাপ্ত ইউএনও মো. সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর মেয়র মো. আ. কাইয়ুম খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ সালাম।

আরও উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেছ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, সাবেক যুবলীগ সভাপতি এমএ হালিম, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখসহ শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় ৪২টি স্টলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের বিষয়াদি তুলে ধরা হচ্ছে।

এবিএন/খায়রুল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত