![বোদায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/mela_abnews_119986.jpg)
বোদা (পঞ্চগড়), ১১ জানুয়ারি, এবিনিউজ : ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের বোদায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গণভবন থেকে একযোগে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা প্রশাসন আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, বোদা থানার অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণসহ শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন দপ্তরের ৩৫টি স্টল প্রদর্শনের মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরা হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকায় লোকজন ভিড় জমাচ্ছে।
এবিএন/মানিক/জসিম/এমসি