![নাটোরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/kombol_abnews_119997.jpg)
নাটোর, ১১ জানুয়ারি, এবিনিউজ : নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির পক্ষ পৌরসভার মহেশচন্দ্রপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৫০ জন প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, যুগ্ম সম্পাদক সাবেক প্যানেল মেয়র আদনান মাহমুদ, উপজেলা যুবলীগের সাধারণ কামরুল হাসান কামরান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন, চলনবিল ফেসবুক সোসাইটির যুগ্ম মহাসচিব রাকিবুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন- পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি নাসিম সজিব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনায়েদ হাসান জয়, গোল ই আফরোজ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস বেলায়েত হোসেন, মহেশচন্দ্রপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আঃ সালাম প্রমুখ।
এবিএন/রাজু/জসিম/এমসি