![লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/lakshmipur-mela_119998.jpg)
লক্ষ্মীপুর, ১১ জানুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুরে বৃহস্পতিবার (১১জানুয়ারী) বেলা ১১ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সরকারের পরিকল্পনা সচিব জুয়েনা আজিজ, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাস প্রমুখ।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ও সরকারের নানা মুখি উন্নয়নের চিত্র তুলে ধরে শতাধিক স্টল অংশ নেয়।
এবিএন/আবীর আকাশ/জসিম/নির্ঝর