শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কয়রায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

কয়রায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

কয়রা(খুলনা) , ১১ জানুয়ারি, এবিনিউজ : উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সারা দেশের ন্যয় সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা গত ১১ জানুয়ারি শুরু হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্তরে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তুহিন কান্তি ঘোষ, মৎস্য অফিসার মো. আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক, ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, আ. সাত্তার পাড়, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ এড. কেরামত আলী।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি, বেসরকারি, সায়ত্বশাসিত ও এনজিও প্রতিনিধিরা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বলেন, উন্নয়ন মেলার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহিত উন্নয়নমূলক কার্যক্রম প্রান্তিক জনগোষ্টির মাঝে তুলে ধরতে হবে, যাতে জনগন সরকারের উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত হতে পারে।

মেলায় ৪০টি স্টল তাদের স্ব স্ব দপ্তরের উন্নয়ন কার্যক্রমের বাস্তব ভিত্তিক প্রামাণ্য চিত্র জনসাধারনের জন্য উন্মুক্ত রেখেছে। উন্নয়ন মেলায় শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বন, ভূমি, মৎস্য, পল্লী উন্নয়ন ও কৃষির মতো গুরুত্বপূর্ণ স্টলগুলোর পাশাপাশি বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড শোভা পাচ্ছে।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত