![আগৈলঝাড়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/rally_abnews_120019.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ১১ জানুয়ারি, এবিনিউজ : সরকারের তিন দিনব্যাপী উন্নয়ন মেলা বরিশালের আগৈলঝাড়ায় উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের শিশু পার্কে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে উপজেলা নিবাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।
মেলায় সরকারী, বেসরকারি এনজিও, কৃষি, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন দপ্তরের স্টল রয়েছে।
এবিএন/অপূর্ব/জসিম/এমসি