শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডিমলায় অটোচালক সমিতির কর্মী সমাবেশ

ডিমলায় অটোচালক সমিতির কর্মী সমাবেশ

ডিমলা, ১১ জানুয়ারি, এবিনিউজ : গতকার বুধবার নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অটোচালক সমবায় সমিতির (রেজি. নং- নীল. জেসকা ৫৩) এর একটি কর্মী সমাবেশ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মফিজার রহমান মোফার সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম জুয়েল (উপদেষ্ঠা), জাহাঙ্গীর আলম, সভাপতি জাতীয় শ্রমিকলীগ, বাদশা সেকেন্দার ভুট্টু, সভাপতি, ডিআরইউ, মো. ইউসুফ আলী, সভাপতি, অটোচালক সমিতি প্রমুখ।

সভায় বক্তারা ভূল তথ্যের ভিত্তিতে সমবায় সমিতির সঞ্চয়আদায়কারী সদস্যকে পুলিশ আটক করে সমিতির কার্যক্রম ব্যহত করার জন্য তীব্র ক্ষোভ ও দু.খ প্রকাশ করা হয়। তারা বলেন সমবায় সমিতির রেজিস্ট্রেশনকৃত এর কার্যক্রম চালাতে পুলিশের হুকুম নিতে হয়না। এর জন্য সরকারের সমবায় মন্ত্রণালয় রয়েছে। আমরা সেই যথাযর্থ কর্তৃপক্ষের মাধ্যমে সংগঠনের রেজিস্ট্রেশন করেছি। অবিলম্বে সমিতির কার্যক্রম শুরু করার জন্য সংগঠনের সকল সদস্যদের কে আহবান জানান। এর পূর্বে সমিতির নেত্রীবৃন্দ ও সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তার সাথে দেখা করে সংগঠনের সকল কাগজপত্র জমাদান করেন।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্ট/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত