![ডোমারে উন্নয়ন মেলার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/rally_abnews_120027.jpg)
নীলফামারী, ১১ জানুয়ারি, এবিনিউজ : “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ এবং গৃহীত উন্নয়ন কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে তুলে ধরার জন্য নীলফামারীর ডোমারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৩দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার নেতৃত্বে ডোমার বাটারমোড় থেকে বণ্যাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা মিলনায়তনে এসে উন্নয়ন মেলায় মিলিত হয়।
উন্নয়ন মেলায় ৩০টি ষ্টলে উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করা হয়েছে। উন্নয়ন মেলার তিনদিনেই উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠি হবে।
এবিএন/মামুন/জসিম/এমসি