সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘পার্লামেন্টে প্রধানমন্ত্রীর মিথ্যাচার এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা’

‘পার্লামেন্টে প্রধানমন্ত্রীর মিথ্যাচার এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা’

‘পার্লামেন্টে প্রধানমন্ত্রীর মিথ্যাচার এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা’

ঢাকা, ১১ জানুয়ারি, এবিনিউজ : খালেদা জিয়ার বিদেশে সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী সংসদে মিথ্যাচার করেছেন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যে মিথ্যাচার করেছেন, এটা এক ধরনের রাষ্ট্রদ্রোহিতাও বটে।’

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য রাজনৈতিক বিভেদ সৃষ্টি করবে। এ জন্য আদালতে তার বিরুদ্ধে মানহানির মামলা হতে পারে বলেও জানান তিনি।

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা করছে সরকার। আগামী জাতীয় নির্বাচন কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল সংসদে প্রধানমন্ত্রী যে সম্পদের কথা বলছেন, সম্পদের যে নাম দেওয়া হয়েছে- বাস্তবে সেই সম্পদগুলোর কোনো অস্তিত্বই নেই। এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার করে গোটা দেশবাসীকে প্রধানমন্ত্রী বিভ্রান্ত করছেন। সংসদে দাঁড়িয়ে তিনি যে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন, এটা এক ধরনের রাষ্ট্রদ্রোহিতাও বটে। আমরা... প্রধানমন্ত্রীর বক্তব্য অশ্রাব্য, হিতাহিত কাণ্ডজ্ঞানহীন, বিবেচনাহীন, সভ্যতা-ভ্যবতা ও সুরুচির ওপর হিংস্র আগ্রাসন।’

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত