বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শার্শায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

শার্শায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

শার্শা, ১১ জানুয়ারি, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ এবং গৃহীত উন্নয়ন কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে তুলে ধরার জন্য যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয় শার্শা উপজেলা সদরে। র‌্যালিটি উপজেলার যশোর-বেনাপোল সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার অলক কুমার মন্ডলের নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ৩ দিনব্যাপি উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনকালে সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেন, উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার উন্নয়ন এখন চোখে পড়ার মত। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন আজ বিশ্ব দরবারে সমাদ্দৃত হয়েছে। দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। বিদ্যুৎ, সার আজ মানুষের দোড় গোড়ায় পৌছেছে। দেশের অর্থেই আজ পদ্মা সেতু নির্মিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষঢ়যন্ত্র উপেক্ষা করে দেশেরন উন্নয়নে কাজ করে চলেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা প্রকল্প কর্মকর্তা লাল্টু মিয়া, উপজেলা কৃষি অফিসার হিরক কুমার, বন্দর পরিচালক আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল ওয়াদুদ।

আরও উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অশোক কুমার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেশিউর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার, ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, আবুল কালাম আজাদ, হাদিউজ্জামান, আব্দুর রশিদ, ইলিয়াছ কবির বকুল, শার্শা প্রেক্লাবের সভাপতি আব্দুল মুন্নাফ খোকন, সাবেক সভাপতি প্রভাষক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক আনোয়ারুল কবির প্রমুখ।

উন্নয়ন মেলায় সরকারি ও বেসরকারি বিভাগের ৩০টি ষ্টলে উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করা হয়েছে। যা সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন ঘুরে ঘুরে দেখেছেন।

এবিএন/ইয়ানূর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত