![কালিয়াকৈরে উন্নয়ন মেলা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/kaliakair-pic-(3)_120069.jpg)
গাজীপুর, ১১ জানুয়ারি, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈরে নানা আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উন্নয়ন মেলার উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাহ মোঃ শামসুজ্জোহা সহকারী কমিশনার (ভূমি), অধ্যাপক আঃ হাকিম, মোঃ আরিফ হোসেন খোকন, এ্যাড. বেলায়েত হোসেন বাবু, কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান, প্রকল্প কর্মকর্তা মোঃ আহমেদ রেজা আল মামুন, শিক্ষা কর্মকর্তা শিখা বিশ্বাস প্রমূখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
‘উন্নয়নের রোল মডেল- শেখ হাসিনার বাংলাদেশ’-এ স্লোগান নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরির্দশন করেন। উন্নয়ন মেলায় উপজেলা প্রশাসনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রায় অর্ধশত স্টল বসেছে। মেলাতে জনগণের উপস্থিত বাড়াতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রসহ আকর্ষণীয় ইভেন্ট রাখা হয়েছে। যাতে কালিয়াকৈরের মানুষ এসব আনন্দ বিনোদনের পাশাপাশি উপজেলার উন্নয়ন সম্পর্কে জানতে পারে।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/রাজ্জাক