শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অভয়নগরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিএনএফের শিক্ষাবৃত্তি প্রদান

অভয়নগরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিএনএফের শিক্ষাবৃত্তি প্রদান

অভয়নগরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিএনএফের শিক্ষাবৃত্তি প্রদান

অভয়নগর (যশোর), ১১ জানুয়ারি, এবিনিউজ : অভয়নগরের মশিয়াহাটি উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বিএনএফ (বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন) কর্তৃক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২৫জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- দীপ শিখা সংস্থার পরিচালক প্রকাশ চন্দ্র ধর ও প্রধান শিক্ষক সুকৃতি মন্ডল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ কপিল রায়, মনিশান্ত মন্ডল,কমলেশ সরকার, কামরুজ্জামান, আবদুল লতিফ, আবদুস সাত্তার, ডা. মোশারেফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ২৫জন মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেয়া হয়।

এবিএন/মো: সেলিম হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত