![বাগমারায় ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/bagmara-unnoyon-mela-photo-_120079.jpg)
রাজশাহীর-৪ (বাগমারা), ১১ জানুয়ারি, এবিনিউজ : আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, শেখ হাসিনার দর্শন দেশবাসীর উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে দুর্বার গতিতে এগিয়ে চলেছে সে সম্পর্কে জনগণকে অবহিত করতে দেশব্যাপি চলছে উন্নয়ন মেলা। এই উন্নয়ন মেলা থেকে কোন দপ্তরে কি সেবা পাওয়া যায় তার সঠিক ধারনা পাবে জনগণ।
তিনি বলেন, উন্নয়ন মেলার মাধ্যমে সরকার তার উন্নয়ন কর্মকান্ড কি ভাবে হচ্ছে সেটা সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তুলে ধরছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সকল কাজ করে চলেছেন।
বাংলাদেশকে শুধু মধ্যম আয়ের দেশ নয় বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একটি রোল মডেল। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান অতিথি আরো বলেন দেশের উন্নয়নে সবাইকে সচেষ্ট হয়ে কাজ করতে হবে। উন্নয়ন মেলা প্রমাণ করে সরকারের উন্নয়নের উন্নয়ন চিত্র। তিনি আরো বলেন, শুধু দেশের প্রচলিত আইনে উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে স্বাধীনতার চেতনায় কাজ করে যেতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে। সেই সাথে তিনি সবাইকে উন্নয়ন মেলা পরিদর্শন করে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হওয়া আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে উন্নয়ন মেলার উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা লাইজু রাজ্জাক, বিআরডিবি কর্মকর্তা আমাতুল হাকিম।
জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নারগীস বেগম, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, গোবিন্দপাড়ার চেয়ারম্যান বিজন সরকার, আউচপাড়ার চেয়ারম্যান সরদার জান মোহম্মাদ, মাড়িয়ার চেয়ারম্যান আনোয়ার হোসেন, তাহেরপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন শাহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবন্দৃ।
আগামী ১৩ জানুয়ারী পর্যন্ত এই উন্নয়ন মেলা চলবে। এবারের উন্নয়ন মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উন্নয়ন মূলক কর্মকান্ড, ১৬টি ইউনিয়ন পরিষদ ও ২টি পৌরসভার উন্নয়ন চিত্র উপস্থাপনে ৫৪টি স্টল স্থাপন করা হয়েছে।
এবিএন/জিল্লুর রহমান/জসিম/রাজ্জাক