শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কলাপাড়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

কলাপাড়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

কলাপাড়া (পটুয়াখালী), ১১ জানুয়ারি, এবিনিউজ : কলাপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার মেলা প্রাঙ্গনে এসে মিলিত হয়। সেখানে সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন্দ্রীয়ভাবে তিনদিনের মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী ভাষণ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয়।

এরপর মেলার উদ্বোধন উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য দেন- কলাপাড়া ইউএনও মো: তানভীর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি মো. আলাউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, বিলকিচ জাহান, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বহু মানুষ।

মেলায় অর্ধশতাধিক ষ্টল প্রদর্শনীর আয়োজন করেছে। ষ্টলগুলোতে সরকারের বিভিন্ন দফতরের উন্নয়ন কর্মকান্ডের বিবরনীসহ চিত্র প্রদর্শন করা হয়।

বিকেলে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। উন্নয়ন মেলা উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এবিএন/তুষার হালদার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত