![কিশোরগঞ্জে উন্নয়ন মেলা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/vbnn_120101.jpg)
কিশোরগঞ্জ, ১১ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জে শোভাযাত্রার মাধ্যমে শহরের পুরাতন স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মেলা এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
গতবছর একই ভেন্যুতে সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের ৯৫টি স্টল স্থাপন করে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছিল। এবার এর ব্যাপ্তি বৃদ্ধি পাওয়ায় বিসিকসহ ১৩৫টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে সরকারের ২০০৯ সাল থেকে অদ্যাবধি গৃহীত বিভিন্ন উন্নয়ন কাজ, সেবার নানা দিক ও সেবা প্রাপ্তির পদ্ধতি নিয়ে ধারণা তুলে ধরা হচ্ছে।
এছাড়া স্থানীয় বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হচ্ছে। প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ একটি বাড়ি একটি খামার, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, সবার জন্য বাসস্থান, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও বিনিয়োগ বিকাশ নিয়ে ধারণা তুলে ধরা হচ্ছে।
‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত মেলার প্রথম দিন ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের ছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবোক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
এছাড়াও মেলা চত্বরে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে ভিডিও প্রদর্শন, গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা, বাউল সঙ্গীত, জ্ঞান জিজ্ঞাসা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
এবিএন/নাজমুল ইসলাম/জসিম/রাজ্জাক