![নিকলীতে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/nikhoj-logo_120102.jpg)
কিশোরগঞ্জ, ১১ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের নিকলীতে পাথর বোঝাই নৌকা (বলগেট) ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা তিনজন নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূইয়া জানান, সিলেটের ছাতক থেকে তিনদিন আগে পাথরবোঝাই বলগেটটি রওনা দিয়ে বুধবার সন্ধ্যায় নিকলী উপজেলার সিংপুরে আসে। সিংপুর বাজার সংলগ্ন ঘোড়াউত্রা নদীর এমারচর ঘাটে বলগেটটি নোঙর করে। রাতে বলগেটটি সেখানেই ছিল। সকাল সাড়ে ৭টার দিকে এটি তলিয়ে যায়। এ সময় বলগেটটিতে চারজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে মহসিন নামে একজনকে স্থানীয়রা উদ্ধার করেন। অপর তিনজন এখনও নিখোঁজ রয়েছেন। তারা হলেন আল আমীন, মহসিন মিয়া ও মইন উদ্দিন। তাদের সবার বাড়ি বরগুনা জেলার তালতলিতে।
বলগেটটি প্রায় ১৫ হাত পানির নিচে রয়েছে এবং এটি উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে সন্ধ্যায় ডুবুরিদল নেওয়া হয়েছে বলে ওসি জানান। স্টিলের তৈরি বলগেটটি বেশ পুরাতন হওয়ায় নিচ দিয়ে ছিদ্র হয়ে বা ওয়েল্ডিং ফেটে গিয়ে এটি তলিয়ে যেতে পারে বলে পুলিশ ধারণা করছে।
এবিএন/নাজমুল ইসলাম/জসিম/রাজ্জাক