বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পটুয়াখালীতে সুবিধা বঞ্চিতদের পাশে সাংবাদিক জলিলুর রহমান সোহেল

পটুয়াখালীতে সুবিধা বঞ্চিতদের পাশে সাংবাদিক জলিলুর রহমান সোহেল

পটুয়াখালীতে সুবিধা বঞ্চিতদের পাশে সাংবাদিক জলিলুর রহমান সোহেল

পটুয়াখালী, ১২ জানুয়ারি, এবিনিউজ : মহান সৃষ্টি কর্তা বলেছেন " আশ্রাফুল মাকলুকাত" সৃষ্টিরর শ্রেষ্ঠ হলো মানব জাতী। আর এই অসহায় ও নিম্নশ্রেণী মানুষের জন্য, সমাজে বিত্তবানেরা কতটুকু'ইবা সাহায্যার্থে এগিয়ে গিয়েছি। এ সকল হিসেব নিকেশে হয়তো সঠিক উত্তর পাওয়া যাবেনা, তাই বলে'তো আর জীবনও থেমে থাকেনা।

বর্তমানে শৈতপ্রবাহে সারাদেশ যখন শীতে কাপছে, সরকারি ত্রান যদিও সরকারি হিসেব অনুযায়ী ১৭ কোটি মানুষের মাঝে মোট ৪০ লক্ষ শীতবস্ত্র কম্বল বিতরন করেছে। যদিও চাহিদা অনুযায়ী যত সামান্যতম। পটুয়াখালী জেলার শীতার্ত অসহায় মানুষের খোজখবরে সংবাদ সংগ্রহ করার সময়, অস্থায়ী যাযাবর জীবন যাত্রাপথে গলাচিপা ফেরী ঘাটের মাঠে বেরে উঠা শিক্ষা সহ বিভিন্ন সুবিধা বঞ্চিত শিশুদের পাশে গিয়ে দারালেন পটুয়াখালী জেলা শাখার ন্যাশনাল প্রেস সোসাইটি ( NPS) এর সভাপতি এবং সিনিয়র সাংবাদিক জলিলুর রহমান সোহেল।

তাদের খোজ নিয়ে জানা যায়, এ শৈতপ্রবাহের কারনে কনকনে শীতে যখন দেশ কাপছে, তখনো সরকারি বা কোন বৃত্তবান, এনজিও কেহ'ই এগিয়ে আসেনি। তারা বলে, আমরাও'তো মানুষ, আমাদের খোজখবর কেহই নেয়না, এই ঠন্ডায় ছোট ছোট ছেলে পুলেনিয়ে খুব কষ্টে আমরা দিন কাটাইতাছি, কি করুম আমাদের জন্ম'ই যেন একটা অভিশাফ। এক পর্যায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য যত সামান্য কিছু নগত টাকা একজন অভিভকের হাতে তুলেদিয়ে নিজের শরীরের ব্যবহারকৃত শীতের বশ্র খুলেদেন সাংবাদিক জলিলুর রহমান সোহেল।

প্রতিবেদকের এক উত্তরে তিনি বলেন, আসলে আমি অতি সামান্য একজন রিপোর্টার, তাছারা আমার কাছে অতো অর্থ'ও নেই, যদি সামর্থ্য থাকতো তাহলে অশ্যই পথশিশু সহ অভহেলিত মানুষের জন্য কিছু করার ইচ্ছে যাগে, কিন্তু স্বাদ আছে সামর্থ্য নেই, তাই গায়ের শীতবস্ত্র খুলে দিলাম, এর চেয়ে বেশিকিছু না। সাংবাদিক জলিলুর রহমান সোহেল এর মতো সবাই অসহায়দের পাশে দারিয়ে একটু সহনুভূতির হাত ছানি কি দিতে পারিনা! কারণ, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত