![আটোয়ারীতে অগ্নিকান্ডে ৯ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/12/fire-service-boalkhali@abne_120158.jpg)
আটোয়ারী(পঞ্চগড়) , ১২ জানুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের আটোয়ারীতে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৯ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া জামুরীবাড়ি গ্রামে গত বুধবার রাত ৯ ঘটিকার সময় জনৈক শিক্ষক বাবু বিনয় চন্দ্র বর্মনের মাল রাখার ঘরে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরলে ওই গ্রামের ললিত, বিবেকানন্দ, দ্বিপেন, দেব শংকর, হরেন্দ্র, সমেশ, দয়াল ও রোহিত চন্দ্র বর্মনের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
৫টি গরুর করুন মৃত্যু সহ নগদ ৪ লক্ষাধিক টাকা, কয়েক শত মন ধান, একটি মোটর সাইকেল, স্যালো মেশিন, বাই সাইকেল, স্বর্ণালংকার, বই-পুস্তক, জমির দলিল সহ সংসারের সব কিছুই ভস্মীভূত হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডে ওই ৯ পরিবারের প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চলমান শৈত্য প্রবাহের মাঝে ঘটে যাওয়া অগ্নিকান্ডের দরুন ক্ষতিগ্রস্থ্য পরিবার গুলো মানবেতর জীবন যাপন করছে।
উল্লেখ্য, আটোয়ারীতে কোন ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় পঞ্চগড় এবং বোদা হতে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন এসে পৌছার পূর্বেই সবকিছু ভস্মীভূত হয়।
এবিএন/হাসিবুর রহমান/জসিম/নির্ঝর