শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চরফ্যাশনে ওসিকে প্রত্যাহারের নির্দেশ

চরফ্যাশনে ওসিকে প্রত্যাহারের নির্দেশ

চরফ্যাশন (ভোলা) , ১২ জানুয়ারি, এবিনিউজ : ভোলার চরফ্যাশনে আসামী রেখে স্বাক্ষী আবুল কাশেমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর ঘটনায় শশীভূষণ থানার ওসি হানিফ শিকদারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল চরফ্যাসন আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের বিচারক শিবলী নোমান খান ওসি হানিফ সিকদারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায় ২০১৫ সনে লোকমান হোসেন বাদী শশীভূষণ থানায় সিআর ৩২৪/১৫ ধানকাটার একটি মামলা দায়ের করেন। বর্তমানে আদালতে মামলা বিচারাধীন আছে। গত রবিবার সকালে শশীভূষণ থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই জাকির হোসন ওই মামলার ৩নং স্বাক্ষী আবুল কাশেমকে গ্রেফতার করে শশীভূষণ থানায় নিয়ে আসে। তিনি মামলার আসামী নয় স্বাক্ষী এ বিষয়ে ওসিকে জানানো হলেও তিনি তা শোনেন নি। পরদিন স্বাক্ষীকে জেল হাজতে পাঠায়।

এই ঘটনায় চরফ্যাসন আদালতে অভিযোগ দাখিল করলে বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট শিবলী নোমন খান চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

এদিকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ওসি হানিফ শিকদারের ব্যাপারে বিভাগীয় বদলীর কোন খবর পাওয়া যায়নি। ওসি হানিফ শিকদার এ ঘটনায় সঙ্গে জড়িত নয় বলে নিজেকে নির্দোশ বলে দাবী করেন।

এবিএন/কামরুজ্জামান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত