কয়রা (খুলনা), ১২ জানুয়ারি, এবিনিউজ : সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারি অফিসের স্টলগুলোয় স্ব স্ব দপ্তরের উন্নয়ন কর্মকান্ড মেলায় আগত সর্বসাধারনের জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শিত হচ্ছে।
স্টলগুলো ঘুরে দেখা গেছে, এলজিইডি’র অর্থায়নে পল্লী সড়ক উন্নয়ন, সড়ক রক্ষণাবেক্ষণ, সেতু কালভার্ট নির্মাণ ও মেরামত, উপজেলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও হাটবাজার উন্নয়ন, সাইক্লোন শেল্টার নির্মাণ, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন, মুক্তিযোদ্ধা ভবন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান, দারিদ্রমুক্তির পাশাপাশি নারীর ক্ষমতায়ন এবং গ্রামীন অবকাঠামো উন্নয়নের চিত্রসহ বিভিন্ন নির্মান সামগ্রী শোভা পাচ্ছে।
থানা পুলিশ স্টলের সিটিজেন চার্টারে ক্রাইম সিসে দ্রুত পৌঁছানো, স্কেচ ম্যাপ অংকন, ক্রাইম সিনের ক্ষয়ক্ষতি এড়িয়ে আহত ব্যক্তির দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা, ফটো ও এভিডেন্স লগ প্রস্তুত করা, ক্রাইম সিনের প্রাথমিক ও ক্রমাগত চারপাশের দৃশ্যের ছবিতোলার মতো অপরাধ দমেনের ডিজিটালাইজড কার্যক্রম প্রদর্শন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের স্টলে কমিউনিটি ক্লিনিকের সকল প্রকার স্বাস্থ্যসেবা প্রদান, গর্ভবতীদের চেকআপ, শিশুদের পুষ্টিসেবা ও কার্ড প্রদান, উচ্চতা, ওজন পরিমান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ পরীক্ষা করায় মেডিকেল অফিসার ও নার্স সেবা প্রদান অব্যাহত রেখেছে।
সেটেলমেন্ট স্টলে ডিজিটাল জরিপ, জরিপের গনসংযোগ কাজ, ইটিএস মেশিনের ব্যবহার, ডিজিটাল জরিপের উন্নত ধাপের মতো গুরুত্বপূর্ণ ভূমি ব্যবস্থাপনার বিভিন্ উন্নয়ন কার্যক্রম প্রদর্শন করা হয়েছে। বন স্টলে সুন্দরবনের কেওড়া ফল সহ গাছ, গোলপাতা গাছের গোলফল, মধু, মোম সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ, বন ব্যবস্থাপনা উন্নয়নের চার্ট জনসাধারনর জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের স্টলে নদীভাঙনের ভিডিও চিত্র প্রদর্শন ছাড়াও জাইকার অর্থায়নে ১৩-১৪/২ ও ১৪-১ পোল্ডারের বেড়িবাঁধ সংস্কার, ক্ষতিগ্রস্ত বাঁধের ব্যাকিং, রিংডাইভ, রিসেকশনিং এর মতো বেড়িবাঁধের উন্নয়ন কাজ করা হবে বলে স্টল সূত্রে জানা যায়। মৎস্য স্টলে সমন্বিত মাছ চাষ, চিংড়ি চাষ, খাাঁচায় কাঁকড়া মোটা তাজাকরণ, পেনে কাঁকড়া মোটা তাজা করণ, আধা নিবিড় চিংড় চাষ, কিশোর কাঁকড়া চাষ ও মাছের বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী শোভা পাচ্ছে।
খাদ্য স্টলে চাল, গম, আটা প্রদর্শন করা হয়েছে এবং খাদ্য অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্য সিটিজেন চার্টারে উপস্থাপন করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার স্টলে শিক্ষার গুরুত্বপূর্ণ তথ্য, শিক্ষার হার বৃদ্ধি, উপবৃত্তির সংখ্যা বৃদ্ধি প্রদানের তথ্য সহ প্রাতিষ্ঠানিক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র প্রদর্শন করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা আজ শুক্রবার উন্নয়ন মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং স্ব স্ব দপ্তরের উন্নয়ন কর্মকান্ড যথাযথভাবে প্রদর্শিত হয়েছে কিনা তা প্রত্যক্ষ করেন।
এবিএন/শাহীন/জসিম/এমসি