![চিতলমারীতে বসতবাড়ি রক্ষার দাবিতে ভূমিহীনদের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/12/bagerhat--chain1_120171.jpg)
বাগেরহাট, ১২ জানুয়ারি, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে বসতবাড়ি রক্ষার দাবিতে ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর শেখের হাত থেকে রেহাই পেতে ভূমিহীন পরিবারের লোকজন এক মানববন্ধন করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার কোটি টাকার ব্রীজের উপর এ মানববন্ধন হয়। মানববন্ধনে শিশু, নারী ও পুরুষসহ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
বানববন্ধনে অংশ নেওয়া বৃদ্ধ শাহাজান কাজী, পারভেজ কাজী, মোঃ হান্নান শেখ, রাবেয়া বেগম, শুকুরন বেগম ও রহিম শেখ জানান, তারা সকলে উপজেলার শৈলদাহ গুচ্ছ গ্রাম চরপাড়ায় সরকারি জমিতে ১৫-১৬ বছর আগে থেকে বসবাস করে আসছেন। সেই সাথে তারা উক্ত জায়গার নিয়মিত বিদ্যুৎ বিল ও চৌকিদারী ট্যাক্স প্রদান করে আসছেন।
বসবাসের শুরু থেকেই তারা সরকারি ভাবে বন্দোবস্ত পাওয়ার জন্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও জেলা প্রশাসকের কাছে একাধিকবার লিখিত আবেদন করেছেন। কর্তৃপক্ষও তাদের বন্দোবস্ত প্রদানের আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু বর্তমানে প্রভাবশালী জাহাঙ্গীর মেম্বার ও তার সহযোগি পলি বেগম নামের এক মহিলা মোটা অংকের টাকার মাধ্যমে অন্যলোকদের বন্দোবস্ত দেয়ার পাঁয়তারা চালাচ্ছেন এবং হুমকি-ধামকি দিচ্ছেন। এ সব বিষয় জানিয়ে তারা গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি লিখিত আবেদন করেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া ছোট্ট শিশু কায়উম, কাওসার ও ইমন কান্নাজড়িত কণ্ঠে জানায়, এই শীতে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলে তারা যাবে কোথায় ?
এ ব্যাপারে জানতে কলাতলা ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর আমলকে মুঠোফোনে বারবার রিং (ফোন) দিলেও তিনি তা রিসিভ করেননি।
তবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ জানান, ওই ব্যাক্তিদের আবেদনটি এখনও হাতে পৌছায়নি। কাগজটি পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএন/এস এস সাগর/জসিম/নির্ঝর