![গোদাগাড়ীতে এএইচএম কামরুজ্জামান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/12/ng_120187.jpg)
গোদাগাড়ী, ১২ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহী গোদাগাড়ীর মহিশালবাড়ীতে আনুষ্ঠানিক ভাবে এএইচএম কামরুজ্জামান হেনা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আজশুক্রবার বিকেল ৩ টায় গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক কবির আহম্মেদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,২ নং ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফা,পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানা,সাধারণ সম্পাদক রুবেল হোসেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন মহিশালবাড়ী বিগবস একাদশ ও মহিশালবাড়ী ফ্রেন্ডস ক্লাব। পরে খেলোয়াড় বৃন্দের সাথে অতিথিরা পরিচিত হয়ে আকাশে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/রাজ্জাক