বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক জব্দ

আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক জব্দ

আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক জব্দ

আগৈলঝাড়া (বরিশাল), ১২ জানুয়ারি, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক জব্দ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর। অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেয়ায় কৃষকের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলার সাহেবেরহাট বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী সুশেন সরকারের দোকান থেকে বুধবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক জব্দ করেন।

একই সময়ে ওই বাজারের অপর কীটনাশক ব্যবসায়ী শিশির রঞ্জন সরকারের মুদী দোকানে কীটনাশক বিক্রি করায় তাকে সতর্ক করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়।

তিনি সাংবাদিকদের বলেন, তাদের ক্ষমা করে দিয়েছেন। তবে উভয় ব্যবসায়ীকে আইনের আওতায় না নিয়ে ছেড়ে দেয়ায় ওই এলাকার প্রতারিত হওয়া সাধারণ জনগণ ও কৃষকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত