বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মতলবে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

মতলবে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

চাঁদপুর, ১৩ জানুয়ারি, এবিনিউজ : চাঁদপুরের মতলবে শীতার্থ মানুষের মাঝে আজ শনিবার কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপি।

মোহনপুরস্থ মন্ত্রীর নিজ বাড়িতে এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ দলীয় নেতৃবৃন্দ।

এ সময় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার হত দরিদ্রদের মাঝে সহ¯্রাধিক কম্বল বিতরণ করা হয়।

এবিএন/শ্যামল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত