![সাভারে ট্রান্সফরমার মেরামত কারখানায় ডাকাতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/13/mil_abnews_120297.jpg)
সাভার, ১৩ জানুয়ারি, এবিনিউজ : ঢাকার সাভার উপজেলায় ইউনাইটেড জেনারেল ইলেকট্রিক ট্রান্সফরমার মেরামত কারখানায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানায়, সাভার উপজেলার আমিন বাজার এলাকায় ইউনাইটেড জেনারেল ইলেকট্রিক কারখানায় শুত্রবার রাতে ডাকাতি হয় বলে অভিযোগ করছে কারখানার লোকজন।
ইউনাইটেড জেনারেল ইলেকট্রিক কারখানার ব্যবস্থাপক মো: রোকনুজ্জামান জানায়, ২০/২৫ জন ডাকাত এসে কারখানার নয়জন প্রকৌশলী ও টেকনিশিয়ানকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে।
ডাকাতরা তাদের হাত পা ও মুখ বেঁধে একটি রুমের মধ্যে আটকে মারধরও করে। নয়জনের বেতনের টাকা এক লাখ ৮০ হাজারসহ কারখানার ট্রান্সফারমার মেরামতের মালপত্র ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সকালে কারখানার পরিচ্ছন্নতাকর্মী এসে তাদের হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন বলে তিনি জানান। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানায়, ইউনাইটেড জেনারেল ইলেকট্রিক ট্রান্সফরমার মেরামত কারখানায় ডাকাতির এ ঘটনায় মামলা হচ্ছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।
এবিএন/সোহেল/জসিম/এমসি