দাউদকান্দি (কুমিল্লা), ১৩ জানুয়ারি, এবিনিউজ : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়নের গরীব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনালে (অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি।
উপজেলা ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত প্রতিটি ইউনিয়নে তিন’শ ২৫ জন গরীব অসহায় দুস্থ শীতার্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সুন্দুলপুর, দৌলতপুর ও মারুকা এবং আজ শনিবার গোয়ালমারী, ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিন ইউনিয়নে বিতরণপূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহফুজুর রহমান, সুন্দুলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম, মারুকা ইউপি চেয়ারম্যান খলিল তালুকদার, গোয়ালমারী ইউপি চেয়ারম্যান নুরে আলম ভুলু, ইলিয়টগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান জসিম প্রধান, ইলিয়টগঞ্জ দক্ষিন ইউপি চেয়ারম্যান মামুনুর রসিদ, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মঈন চৌধুরী প্রমূখ।
এদিকে দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরীব ও দুস্থদের মাঝে গতকাল শুক্রবার ও আজ শনিবারে পৃথক স্থানে কয়েক হাজার কম্বল বিতরণ করেন।
এবিএন/জাকির/জসিম/এমসি