![কাউখালীতে সাবেক মন্ত্রী মতিউর রহমানের জানাজা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/13/kaukhali-pk-13-motiur-abnew_120317.jpg)
কাউখালী (পিরোজপুর), ১৩ জানুয়ারি, এবিনিউজ : সাবেক মন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য এম. মতিউর রহমানের তৃতীয় জানাজা আজ শনিবার দুপুরে পিরোজপুরের কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
জানাজার পরে মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। পরে বাদ আছর তার গ্রামের বাড়ি জয়কুলের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তার পারিবারিক কবরস্থানে বাবা-মার পাশে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, এম মতিউর রহমান গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে ১৯২৩ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। সাবেক এই যোগাযোগ মন্ত্রী বরিশাল সদর আসন থেকে ১৯৮৬-৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। তিনি সচিব ও রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছিলেন।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/রাজ্জাক