বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল শুরু

চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল শুরু

চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল শুরু

কুমিল্লা, ১৩ জানুয়ারি, এবিনিউজ : কুমিল্লা সদরে দুর্ঘটনায় বন্ধ হওয়ার ছয় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ শনিবার বেলা ৩টার পর উদ্ধারকাজ শেষে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করে কুমিল্লা রেলস্টেশনের উপসহকারী পরিচালক লিয়াকত আলী মজুমদার জানান, লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ চালায়। বেলা ৩টা ১০ মিনিটে চলাচল শুরু হয়।সকাল ৯টা ২৫ মিনিটে আখাউড়া থেকে কুমিল্লার উদ্দেশে ছেড়ে আসা একটি ডেমু ট্রেন কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া এলাকায় লেভেল ক্রসিংয়ে বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় ডেমু ট্রেনটি রেললাইন থেকে ছিটকে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত