
ঝালকাঠি, ১৩ জানুয়ারী, এবিনিউজ : ঝালকাঠির রাজাপুর থানার পার্শবর্তী ডাকবাংলো মোড়স্থ এক প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা নগদ ২লাখ টাকা, ৭০ ভড়ি সোনার গহনা, ১০ হাজার সৌদী রিয়াল ও অন্যান্য মালামালসহ অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার গভীর রাতে ঘটনাটি রাজাপুর থানা সংলগ্ন (তিন শত গজ দুরত্বে) উপজেলা সদরের গোরস্থান সড়কের প্রবাসী মোসলেম আলী মৃধার বাড়ীতে ঘটেছে।
প্রবাসী মোসলেম আলী জানান, রাত আনু মানিক ১টার দিকে ৮/১০ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল তার ভবনের পিছনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে আলহাজ্ব মোসলেম আলী মৃধা তার স্ত্রী, ছেলে রাজ্জাকসহ সকলকে জিম্মি করে ঘরে থাকা মালামল লুট করে। ডাকাতদল ঘরের মধ্যে প্রায় ২ঘন্টা ব্যাপি তান্ডব চালিয়ে ষ্টীল আলমীরা ভেঙ্গে সোনার গহনা ও টাকা পয়সা লুট করে নির্বিঘেœ পালিয়ে যায়। তবে মুখোশধারী সশস্ত্র এ ডাকাতদেরকে কেউ চিনতে পারেনি। এ ডাকাতির ঘটনায় উপজেলা বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে শনিবার সকালে ঝালকাঠি জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ও ডাকাতির বিষয় বিস্তারিত অবগত হন। তাদের সামনেই ক্ষতিগ্রস্থ পরিবার লুট করা মালামলের তালিকা রেকর্ড করেন।
এ ব্যাপারে জানতে চাইলে রাজাপুর থানা পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। ডাকাত দলকে সনাক্ত করার প্রচেষ্টা অব্যাহত আছে।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/তোহা