শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফকিরহাট (বাগেরহাট), ১৩ জানুয়ারি, এবিনিউজ : বাগেরহাটের ফকিরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এম,এ, দাউদসহ দুইজন নিহত হয়েছে এবং এক জন আহত হয়েছে।

জানা যায়, গতকাল শুক্রবার ফকিরহাট মাসকাটা গ্রামের মৃত: দলিল উদ্দিন এর পুত্র এম,এ, দাউদ তার একমাত্র ছেলে তানভিরকে মটর সাইকেলযোগে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি করতে যায়। ফেরার ফথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ ঘোনাপাড়া মোড়ের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে উপজেলা ফকিরহাট উপজেলা অওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান স্বপন দাশসহ দলের বিভিন্ন নেতাকর্মী ঘটনাস্থলে ছুটে যান। একই দিন বিকালে খুলনা-বাগেরহাট সড়কের ফকিরহাটের কাঁঠালতলা নামক স্থানে মটর সাইকেল ও রোহান পরিবহনের সংঘর্ষ হলে মটর সাইকেল আরোহী আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে মারা যায়।

এ সময় তার স্ত্রী হাওয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আবু বক্কর সিদ্দিক ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামের মতিয়ার রহমানের পুত্র। সে ফকিরহাট বাজারের জম জম গার্মেন্স এর মালিক।

অপরদিকে, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এম,এ দাউদ-এর মৃত্যুতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক মল্লিক আসলাম আলী, দপ্তর সম্পাদক মনোতোষ রায় কেষ্ট, যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলের বিভিন্ন নেতাকর্মী এক শোক বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত