
ডিমলা (নীলফামারী), ১৩ জানুয়ারি, এবিনিউজ : নীলফামারী জেলার ডিমলা উপজেলার বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আজ শনিবার নীলফামারী জেলা প্রশাসক খালেদ রহীম, ১২০ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকার, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হক প্রামানিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কিবরিয়া, সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টু, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দসহ স্থানীয় সুধিজন।
এর পূর্বে তিনি ডিমলা উপজেলার পরিষদ মাঠে “উন্নয়ন মেলা” পরিদর্শন করেন।
এবিএন/বাদশা সেকেন্দার ভুট্ট/জসিম/এম