বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কয়রায় উন্নয়ন মেলার সমাপনী দিনে উপচেপড়া ভিড়

কয়রায় উন্নয়ন মেলার সমাপনী দিনে উপচেপড়া ভিড়

কয়রা (খুলনা), ১৩ জানুয়ারি, এবিনিউজ : সুন্দরবন উপকূলীয় উপজেলা কয়রায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলার সমাপনী দিন ছিল আজ শনিবার। উপজেলা পরিষদ মাঠের মেলাস্থলে দিনভর ছিল দর্শনার্থী, স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণি পেশার মানুষের উপচেপড়া ভিড়।

প্রাথমিক শিক্ষা অফিসের তত্বাবধানে নানা প্রকারের পিঠার আয়োজন ছিল চোখে পড়ার মতো। বিআরডিবি অফিসের স্টলেও পিঠা উৎসবের আয়োজন ছিল এবং সমিতির সদস্যদের উদ্যোগে বিআরডিবি’র স্টলে বিভিন্ন ধরনের পণ্যের সমারোহ দর্শনার্থীদের নজর কেড়েছিল। ঐ দপ্তরের অফিসার মোঃ বাহাউল ইসলাম আগত অথিথি ও দর্শনার্থীদের স্টলে স্বাগত জানান।

ওয়েভ ফাউন্ডেশন গ্রাম আদালতের কার্যক্রম সুন্দরভাবে উপস্থাপনসহ গ্রাম আদালতের পকেট কার্ড বিতরণ করেন সংস্থার উপজেলা সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম। স্বল্প খরচে অল্প সময়ে ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারী মামলা স্থানীয়ভাবে কিভাবে নিস্পত্তি করা যাবে সেটি স্টলে আগত জনসাধারনের ধারণা দেন তিনি। সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশন তাদের স্টলে বনের বিভিন্ন প্রজাতির বৃক্ষ, মধু, মোম প্রদর্শনসহ মুল্যবান বনজ সম্পদ সংরক্ষণের বিভিন্ন নির্দেশনা উপস্থাপন করেন।

হিসাবরক্ষণ স্টলে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণসহ মুদ্রাস্ফীতি রোধে কার্যকরী পদক্ষেপ উপস্থাপন করা হয়। নির্বাচন অফিসের স্টলে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, স্মার্ট কার্ডের কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি জনসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়। থানা, জনস্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য, পল্লী দারিদ্র বিমোচন, সমবায়, সমাজসেবা, ভূমি, সেটেলমেন্ট, পরিবার পরিকল্পনা, কৃষি, মৎস্যসহ ৪০টি স্টল তাদের স্ব স্ব উন্নয়ন কর্মকন্ডের অগ্রগতি মেলায় দর্শনার্থীদের সামনে চমৎকারভাবে উপস্থাপন করেন।

আজ সমাপনী দিনে সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে মেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন, থানা স্বাস্থ্য কর্মকতা ডাঃ সুজাত আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, উপজেলা প্রকৌশলী নিরাপদ পাল, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক, সেটেলমেন্ট অফিসার মোঃ সোহরাব হোসেন, কাশিয়াবাদ ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ টিটো, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার লুৎফর রহমান প্রমুখ।

বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। এবারের উন্নয়ন মেলায় উপজেলা পর্যায়ে স্ব স্ব দপ্তরের উন্নয়ন কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন উপজেলা প্রকৌশলী অফিস ও মৎস্য অফিস। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেন কয়রা থানা ও কৃষি অফিস দ্বিতীয় স্থান এবং পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিস ও স্বাস্থ্য বিভাগ তৃতীয় স্থান অধিকার করেছেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুজাত আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল্ ইসলাম, শিক্ষক, সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশন করেন গীতাঞ্জলি একাডেমির সংগীত শিল্পীসহ অন্যান্যরা।

এবিএন/শাহীন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত