![বাগমারায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাংসদের শীতবস্ত্র প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/13/cadar_abnews_120365.jpg)
বাগমারা (রাজশাহী), ১৩ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর বাগমারার সাহার মেমোরিয়াল ডিসঅ্যাবল স্কুল অ্যান্ড কেয়ার সেন্টারের দুই’শ প্রতিবন্ধী শিক্ষার্থীকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত তহবিল থেকে এসব শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
আজ শনিবার সকালে সাংসদের প্রতিনিধি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম সাংসদের শীতবস্ত্র নিয়ে প্রতিষ্ঠানে হাজির হন। এ সময় তিনি নিজ হাতে সাংসদ এনামুল হকের পক্ষে প্রত্যেক প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে একটি করে চাদর তুলে দেন।
এ উপলক্ষে নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, নরদাশ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী মাজেদা বেগম, শিক্ষক সেলিনা পারভীন, সাহানার বেগম, অনামিকা, গোলাম মোস্তফা, হাসান আলী, আমজাদ হোসেন, দুলাল হোসেন, অনামিকা খাতুন প্রমুখ।
প্রতিবন্ধী প্রতিষ্ঠানটিতে দুই শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। প্রতিষ্ঠানের পরিচালক গোলাম মোস্তফা জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীরা শীতে কষ্ট পাচ্ছিল। সাংসদের কাছে এই বিষয়ে জাননোর পর তিনি তাঁর প্রতিনিধির মাধ্যমে উপহার পাঠিয়ে দেন।
এবিএন/জিল্লুর রহমান/জসিম/এমসি