
ভোলা, ১৩ জানুয়ারি, এবিনিউজ : জাতীয় পার্টির অঙ্গসংগঠনকে আরো সক্রিয় করার লক্ষ্য নিয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা মহানগর উত্তর এর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে আহবায়ক হিসাবে নির্বাচিত হয়েছে ভোলার কৃতি সন্তান মো: মিজানুর রহমানকে। কমিটিতে সিনিয়র যুগ্ন-আহবায়ক নির্বাচিত করা হয়েছে সুমন আশরাফকে ও নাসির উদ্দিন আহওলাদার নাসিম কে সদস্য সচিব মনোনিত করা হয়েছে।
গত ১২ জানুয়ারি এই কমিটির অনুমোদন দেন জাতীয় সেচ্ছাসেবক পার্টি কেন্দ্রিয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক লিয়াকত হোসেন খোকা এমপি ও সংগঠনের কেন্দ্রিয় সদস্য সচিব মো: বেলাল হোসেন।নবগঠিত এই কমিটিতে ভোলার ছেলে মো: মিজানুর রহমানকে আহবায়ক করায় ভোলা জেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠন শুভেচ্ছা জানায়।
উল্লেখ্য, এই কমিটি আগামী ১ মাসের মধ্যে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা মহানগর উত্তর ২৬ টি থানা কমিটি গঠন করবে। এই কমিটি গঠন এর পরে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রিয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর