বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বন্দরে ২ ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

বন্দরে ২ ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

বন্দর (নারায়নগঞ্জ), ১৩ জানুয়ারী, এবিনিউজ : বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ ইয়াবা ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ী কাছ থেকে ৫৩ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে বন্দর থানার সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে ও একই রাতে ২নং মাধবপাশা এলাকায় থেকে অপর জনকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।

যার মামলা নং-২৩(১)১৮। জানা গেছে, বন্দর থানার এএসআই শহিদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস সালেহনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর শাহীমসজিদ এলাকার আব্দুল সোবাহান মিয়ার ইয়াবা ব্যবসায়ী ছেলে সজিব ওরফে সইজ্জা (২৪) ও সালেহনগর এলাকার নুরুল ইসলামের মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক গাজী (১৮)কে গ্রেপ্তার করে।

এ ছাড়াও পুলিশ একই রাতে বন্দর থানার ২নং মাধবপাশা এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শুভ (২০)কে গ্রেপ্তার করে। ধৃত ৩ জনের মধ্যে ২ জনকে মাদক মামলায় ও অপর ধৃতকে ওয়ারেন্ট আজ শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এবিএন/নাসির উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত