![ভোলায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/13/kombol_abnews_120390.jpg)
ভোলা, ১৩ জানুয়ারি, এবিনিউজ : ভোলায় অসহায় দুস্থ দারিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরন করেন ঢাকাস্থ ভোলা সদর থানা ছাত্র কল্যান সমিতি “দ্বীপাঞ্চল”। গতকাল শুক্রবার রাতে এই সংগঠকের পক্ষ থেকে মেঘনার তীরবর্তি ধনিয়া ইউনিয়নের বেড়ীঁবাধ এলাকায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- চ্যানেল-২৪ ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, সিয়াম তালুকদার, তাকিদ, মো: আল-আমিন, তুষার, নয়ন, তানজিল প্রমুখ। সংগঠনের আহবায়ক সিয়াম তালুকদার জানান, এই শীতে সবচেয়ে বেশি কষ্ট পায় নিম্ন আয়ের নদীর পারের মানুষরা।
তারা অনেকে শীতে কোন রকম তাদের জীবন ধারণ করে থাকে। তাই আমরা ঢাকাস্থ ভোলা সদর থানা ছাত্র কল্যান সমিতি“দ্বীপাঞ্চল”সংগঠন ক্ষুদ্র পরিসরে হলেও এই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এখন আমাদের মতো সবাইকে এগিয়ে আশার আহ্বান জানাচ্ছি।
এবিএন/তপু/জসিম/এমসি