![ক্ষেতলালে উপজেলা আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/13/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_120394.jpg)
ক্ষেতলাল (জয়পুরহাট), ১৩ জানুয়ারী, এবিনিউজ : জয়পুরহাটের ক্ষেতলাল খোশবদন আলিম মাদরাসা মাঠে উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভা শনিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট নিপেন্দ্রনাথ মন্ডল পিপি, ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি দুলাল হোসেনসহ জেলা,উপজেলা,ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি ক্ষেতলাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন মূলক প্রকল্প রাস্তা, কালভার্ট, প্যালাসাইডিং নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এবিএন/মিজানুর রহমান/জসিম/তোহা