শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রামপালে বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ

রামপালে বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ

রামপাল (বাগেরহাট), ১৩ জানুয়ারি, এবিনিউজ : প্রতি বছরের ন্যায় এ বছর ও রামপাল-মোংলা থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক এম.পি. উপস্থিত থেকে রমপালে অসংখ্য গরীর ও অসহায় মানুষের মাঝে মানুষের মাঝে শীত বস্ত্র তুলে দেন।

আজ শনিবার সকাল ১১টায় তিনি প্রথমে ভাগা বাজার সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে প্রথমে উপস্থিত ব্যাক্তিদের হাতে শীত বস্ত্র তুলে দেন। এরপর তিনি ঝনঝনিয়ার গাব্বুনিয়া গ্রামে এবং পরবর্তীতে তিনি রামপাল সদরে দুঃস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। দুপুর ১২টায় তিনি পেড়ীখালী ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে সেখানে অপেক্ষারত অসহায় মানুষের হাতে কম¦ল তুলে দেন।

উল্লেখ্য, এ বছর তিনি তার নিজস্ব তহবিল থেকে রামপাল ও মোংলার অসহায় মানুষের মাঝে ৪হাজার কম্বল বিতরন করেছেন। এ সময় তিনি সরকারের পাশাপাশি সমাজের ধনী ব্যাক্তিদেরও গরীব ও অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।

এ সময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ,ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক ভাইচ চেয়ারম্যান মোঃ হামিম নূরী, মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান, পেড়ীখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল আসলাম বাবুল সহ স্থানীয় আওয়ামী রলীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এবিএন/মোঃ সাইফুল আলম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত